ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সারজিস আলমের সতর্কবার্তা

সারজিস আলমের সতর্কবার্তা

সমন্বয়কদের পরিচিতজন বলে পরিচয় দিয়ে অনেকেই বিভিন্ন সুবিধা নেয়ার চেষ্টা করছেন। সে সব বিষয় নিয়ে এবার সবার উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সারজিস আলম তার ভেরিফায়েড প্রোফাইলে নিজের বিষয়ে কয়েকটি সতর্কতা জানিয়ে দেন। সারজিস আলম লিখেছেন, ‘আমার সাথে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়। কেউ যদি আমার সাথে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোনো সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেয়ার প্রয়োজন নেই।’ ব্যক্তিগতভাবে সুপারিশ তিনি পছন্দ করেন না জানিয়ে লেখেন, ‘যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক।’

কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে সারজিস আলম নিজে দায়িত্ব নিয়ে কথা বলেন বলে দাবি করে বলেন, অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এসব কাজ আমার ব্যক্তিত্বের সাথে যায় না। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন সরাসরি আমার সাথে কথা বলিয়ে দিতে। তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন।’ সবশেষে তিনি সতর্কতা জানিয়ে বলেন, ‘প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজ থেকে সাবধান।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত