বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী বোর্ডের দ্বিতীয় নিয়মিত অধিবেশনে বাংলাদেশের অভিমত তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রকিবুল হক। গত সোমবার বক্তব্য প্রদান করেন তিনি। উপস্থাপিত বক্তব্যে রাষ্ট্রদূত ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকাসহ সমগ্র ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহ ও মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে জোরালো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত ১.২ মিলিয়ন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও দাতা দেশসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রোহিঙ্গাদের মিয়ানমারে পূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান। রাষ্ট্রদূত জরুরি মানবিক বিপর্যয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক গৃহীত যে কোনো উদ্যোগে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।