ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন

জন্মদিনের প্রথম প্রহরে তারেক পেয়েছেন মায়ের ফোন

জন্মদিনের প্রথম প্রহরেই ঢাকা থেকে টেলিফোনে মায়ের শুভেচ্ছা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক জীবনের ৫৯ বছর পূর্ণ করলেন গতকাল বুধবার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তার জন্ম। জরুরি অবস্থার সময় ২০০৮ সালে সপরিবারে লন্ডনে যাওয়ার পর থেকেই সেখানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক, সঙ্গে রয়েছেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘প্রতি রাতেই ম্যাডাম তারেক রহমানের সঙ্গে কথা বলেন। গতকাল রাতেও কথা বলেছেন। জন্মদিন স্বাভাবিকভাবেই জন্মদিনের উইশ করেছেন ম্যাডাম।’ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্যও টেলিফোনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। স্থায়ী কমিটির দুজন নেতা গণমাধ্যকে বলেছেন, এসএমএসের মাধ্যমে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘হ্যাপি বার্থ ডে উইশ’ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনে প্রতিবছরই দলের পক্ষ থেকে দোয়া মাহফিল হয়। এবার ব্যতিক্রম। দলের পক্ষ থেকে এবার কোনো ধরনের অনুষ্ঠান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বর্তমান ‘উদ্ভুত পরিস্থিতিতে’ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্মদিনের কোনো কর্মসূচি পালন না করতে বলা হয়। এই নির্দেশনা যারা মানবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত