শুধু শিক্ষাই নয়, রোহিঙ্গাদেরও সহযোগিতা করে যাচ্ছে ওয়ামী

স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিয়াকৈর প্রতিনিধি, (গাজীপুর)

অন্তবর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণায়য়ের উপদেষ্টা এএফএম হাসান আরিফ বলেছেন, ওয়ামী শুধু শিক্ষা এবং নৈতিক শিক্ষার জন্য মসজিদ কমপ্লেক্স করে যাচ্ছেন তাই নয়, তারা রোহিঙ্গাদের বিভিন্ন ভাবে সহযোগিতার করছেন। যারা সমাজের অবস্থার বিভিন্ন কারণে বার্মা ও মায়ানমার থেকে বিতারিত হয়েছেন। সেসব রোহিঙ্গাদের জন্যেও ওয়ামী অনেক সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। দেশ থেকে যারা বিতারিত হয়েছেন, সেই রোহিঙ্গা যুব সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে সৌদির ওয়ামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আগামীকাল আবার কক্সবাজার যাবেন। ওয়ামীর কর্মকাণ্ড শুধু নৈতিকতা শিক্ষা, হাসপাতাল চালানোর মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের আকটিভিটিস তাদের কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও বিস্তৃত। তিনি গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় নবনির্মিত ওয়ার্ল্ড এসেম্বিলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামী) এর ভবন ও বিভিন্ন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন- সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, ওয়ামী বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মোহাম্মদ রেদওয়ানুর রহমান প্রমুখ।

তিনি আরো বলেন, ১৯৭২ সালে ওয়ার্ল্ড এসেম্বিলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামী) প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮১ সালে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ওয়ামী সৌদি আরবের যৌথ উদ্যোগে বিশ্বের প্রায় অর্ধশত দেশের যুব প্রতিনিধিদের নিয়ে আন্তর্জাতিক যুব সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে উপলক্ষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এই ৭ একর ভূমি দান করেছিলেন।

আপনারা জেনেছেন, ওই দান করা জমির উপর একটি বিশাল কমপ্লেক্সের প্রাথমিক সূচনা আরম্ব হয়েছে। এখানে হাসপাতালসহ সামাজিক কর্মকান্ডের সঙ্গে লিপ্ত থাকে এমন আরো অনেকগুলো প্রতিষ্ঠান হবে। উপদেষ্টা বলেন, বিশাল কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বব্যাপী নৈতিকতার শিক্ষা মসজিদ ও মসজিদের কমপ্লেক্সের মাধ্যমে তার সঙ্গে সঙ্গে যাবতীয় শিক্ষা যাতে জীবনের চলার পথে তাদের জীবিকা অর্জনে সহায়ক হয়।

শুধু তাই নয়, উচ্চ শিক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। যেকোনো প্রতিষ্ঠান বিশ্বব্যাপী উচ্চতর শিক্ষার জন্য পিএসডি রিসার্চ করার জন্য যে কেউ আবেদন করতে পারেন। তারা অত্যান্ত নিষ্ঠার সঙ্গে এবং কঠোর নিয়মাবর্তিতার সঙ্গে সিলেক্ট করে থাকেন। যাদেরকে এই ধরণের স্কলারশিপ দেওয়া হয়। তারা জানেন না বা তথ্যের অভাব ছিল, তারা এটা প্রচার করে দিবেন যুব সমাজের কাছে। সে যদি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে এ ওয়ামীর মাধ্যমে সে একটি স্কলারশিপের সুযোগ তার সামনে আছে।

এর আগে কোরআন তেলওয়াত শেষে বাংলাদেশ, সৌদি আরব ও ওয়ামীর পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামী মসজিদ কমপ্লেক্স, আইসিটি সেন্টার, সেন্ট্রাল লাইব্রেরি ভবন উদ্বোধন ও আধুনিক হাসপাতাল, বিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর করেন উপদেষ্টা এএফএম হাসান আরিফ। এসময় উপস্থিত ছিলেন- সৌদির ওয়ামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু, গাজীপুর জেলা প্রশাসন নাফিসা আরেফিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজসহ শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।