ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছেন ৬৫ লাখ মানুষ

দেশে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছেন ৬৫ লাখ মানুষ

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) হলো একটি দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ। বিশ্বে ৩৮৪ মিলিয়ন মানুষ এই রোগে ভুগছে। তাদের মধ্যে বাংলাদেশেই রয়েছে ৬৫ লাখ। বছরে বিশ্বে ৩ মিলিয়ন মানুষ মারা যায়। যা বিশ্বব্যাপী মৃত্যুর তৃতীয় কারণ। বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডা. একেএম ফাহমিদ নোমান। তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলোতে দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ সিওপিডির প্রভাবে বেশি। এই রোগের ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, ধুমপান, পরিবেশ দূষণ, কলকারখানা থেকে সৃষ্ট দূষিত রাসায়ানিক বর্জ্যরে কারণে এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে। সেমিনারের সভাপতিত্ব বক্তব্যে হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, ধূমপান, বায়ু দূষণ এবং অভ্যন্তরীণ ধোঁয়ার কারণে বাংলাদেশেও সিওপিডি একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে। অতিরিক্ত নগরায়ন ও পরিদেশ দূষণের কারণে সিওপিডির রোগীর বাড়ছে। নিজের ফুসফুসকে ভালো রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে। পরিবেশের উন্নতিতে বেশি করে গাছ লাগানো ও ধূমপান থেকে বিরত থাকতে হবে। সেমিনারে আরো বক্তব্য রাখেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. গোলাম সারোয়ার বিদ্যুৎ ডা. মো. জিয়াউল করিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত