ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) এর উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির শ্রেষ্ঠ ইউসিএলসি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ২০২৪ প্রদান করা হয়েছে। গতকাল আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ডামের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমাপনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর পরিচালক আসিফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সংস্থার আলোকন ট্রাস্টের চেয়ারম্যান ড. মো. ইউসুফ আলি মোল্লা, ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. কাজী শরীফুল আলম এবং নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাম শিক্ষা সেক্টরের জয়েন্ট ডিরেক্টর মো. মনিরুজ্জামান। তিনি অনুষ্ঠানের প্রতিপাদ্য তুলে ধরে অতিথিদের মাধ্যমে শ্রেষ্ঠ ইউসিএলসি ও শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা ২০২৪ ঘোষণা করেন। সভায় কাপ-আপ প্রকল্পের বস্তি-এলাকার শিশুদের জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে একটি উপস্থাপনা করা হয়। এবারে শ্রেষ্ঠ ইউসিএলসির সম্মাননা ২০২৪ অর্জন করেছে কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর কর্মএলাকার ধ্রুবতারা ইউসিএলসি। এছাড়াও ডাম শিক্ষা সেক্টরের তিনটি উপানুষ্ঠানিক শিক্ষা কম্পোনেন্ট শ্রেষ্ঠ শিক্ষক ২০২৪ নির্বাচিত হয়েছে। উপানুষ্ঠানিক প্রাক-প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষক-২০২৪ অর্জন করেছেন কাপ-আপ প্রকল্পের মোহাম্মদপুর আনন্দধারা ইউসিএলসির শিক্ষিকা পারভীন আক্তার। শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক-২০২৪ অর্জন করেছেন কাপ-আপ প্রকল্পের মিরপুর এভিনিউ-৫ সিএলসির শিক্ষিকা সুফিয়া আক্তার। শ্রেষ্ঠ শিক্ষক নিম্ন-মাধ্যমিক-২০২৪ মর্যাদা অর্জন করেছেন ইস্ট আলোকন-২ প্রকল্পের নয়নতারা ইউসিএলসির শিক্ষিকা ছামেনা আক্তার। ডাম উপানুষ্ঠানিক শিক্ষকদের প্রেষণা প্রদান ও মানসম্মত শিক্ষক উন্নয়নের মাধ্যমে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে এই পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনে শিক্ষকদের পেশাগত জ্ঞান ও উপলব্ধি, পেশাগত অনুশীলন এবং পেশাগত মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন এই তিন ক্ষেত্রের ২৩ শিক্ষকমান বিবেচনায় নেয়া হয়। একইভাবে শ্রেষ্ঠ শিখনকেন্দ্র নির্বাচনে শিক্ষাদানের পরিবেশ, প্রতিষ্ঠানের সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এই তিন ক্ষেত্রের ১৯টি সূচক বিবেচনা কার হয়।
ডাম প্রেসিডেন্টের উপস্থিতিতে শ্রেষ্ঠ ইউসিএলসি ও শ্রেষ্ঠ শিক্ষকগণ সম্মাননা ২০২৪ প্রাপ্ত সিএমসি সভাপতি, শিক্ষিকাবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে নির্বাচিত শ্রেষ্ঠ ইউসিএলসি ও শিক্ষিকাদের ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মূল্যায়িত হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন। আপনারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যে অভূতপূর্ব কাজ করছেন তারা সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত হলে আপনারা আরো বেশি পুরস্কৃত হবেন বলে আমি বিশ্বাস করি। ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান তার বক্তব্যে সবাইকে প্রেষণা প্রদান করেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে পড়াবেন যাতে করে তারা সমাজ উন্নয়নে মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করতে পারে। নির্বাচিত শ্রেষ্ঠ ইউসিএলসির সিএমসি সভাপতি ও শ্রেষ্ঠ শিক্ষিকাগণ তাদের অনুভূতি প্রকাশ করেন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরো নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ হন। অনুষ্ঠানটির বিশেষ অতিথি ডামের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল তার বক্তব্যে বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন অধিকারবঞ্চিত ও কষ্টে জীবনযাপন করা ব্যক্তিদের নিয়ে কাজ করছে। তিনি উপস্থিত শিক্ষিকা ও কর্মীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি যুগের সাথে তাল মিলিয়ে ও মানসম্মত শিক্ষা প্রদানের জন্য শিক্ষিকাদের দক্ষতা উন্নয়ন, আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করতে জোর দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাম প্রধান কার্যালয়ের কাপ-আপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এবং শিক্ষা সেক্টরের বিভিন্ন কোঅর্ডিনেটর ও কর্মকর্তাবৃন্দ।