ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

১৬ সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময়

১৬ সংগঠনের নেতাদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময়

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সদস্যদের সঙ্গে সিভিল সোসাইটি ও বিভিন্ন সংগঠনের সদস্যদের জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার মতবিনিময় সভায় বিচারপতি ইমান আলী, রাজা দেবাশীষ রায় ও অধ্যাপক মো. রবিউল ইসলাম সংবিধান সংস্কারের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়া গতকালকের সভায় ৯টি সংগঠনের ১৬ জন প্রতিনিধি স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। যেসব প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন তারা হচ্ছেন- সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস (সিজিএস) এর রোমান উদ্দিন ও আপন জহির, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) আখতার হোসেন খান, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অধ্যাপক মির্জা তাসলিমা ও অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি ও মুশফিকুর রহমান জোহান, দলিত নারী ফোরামের তামান্না সিং বারাইক ও পুজা রানী, নাগরিক উদ্যোগের নাদিরা পারভীন ও সুলতান সালাউদ্দিন সিদ্দিক, সম্পূর্ণা’র জয়া শিকদার ও সুদীপ কুমার দাস, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মো. জুনাইদ ও মোহাম্মদ মিল্লাত হোসেন এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নাজমা আক্তার। মতবিনিময় সভায় কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মুসতাইন বিল্লাহ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত