ইসলাম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রসঙ্গে বায়তুল মোকাররমের খতিব
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক বলেছেন, চট্টগ্রামের তাওহিদবিরোধীদের হাতে তাওহিদের কালেমা পাঠ করার অপরাধে যাকে শহীদ করা হয়েছে, তার প্রতি ফোটা রক্ত অত্যন্ত দামি। আর হত্যাকারী এবং সমর্থনকারীদের রক্ত তার তুলনায় মূল্যহীন। এই হত্যাকাণ্ডের বিচার আল্লাহর কাছে আমরা না দিলেও আল্লাহ বিচার করবেন। সরকারেরও উচিত এর যথাযথ বিচার করা। তিনি বলেন, এসব ঘাতক সংগঠন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অরাজকতা তৈরি করছে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছে, এটা আমাদের বুঝতে হবে। গতকাল শুক্রবার বায়তুল মোকাররমে জুমার বয়ানে এসব কথা বলেন তিনি। তাকওয়ার ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে মাওলানা আব্দুল মালেক বলেন, তাকওয়ার প্রধান অংশ হচ্ছে তাওহিদ। এ জন্য সব নবী তাওহিদ ও শরিয়তের দাওয়াত নিয়ে এসেছেন। সব নবীই এই কথা বলেছেন- অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। এ জন্য মুমিনের প্রধান কাজ হচ্ছে, তাওহিদের উপর অবিচল থাকা এবং তাওহিদ পরিপন্থী সব কাজ থেকে বেঁচে থাকা। তাওহিদের উপরে অবিচল ঢাকা এবং এ জন্য সর্বস্ব ত্যাগ করার অনন্য উদাহরণ হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। আল্লাহ নিজে তাদের ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। তারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন আমাদের রব হচ্ছেন আসমান জমিনের রব। আল্লাহ ছাড়া আমরা কাউকে ইলাহ হিসাবে মানিনা। তাওহিদ পরিপন্থি কোনো কথা বলা জঘণ্য বিষয়।
মুফতি আব্দুল মালেক আরো বলেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ শান্তির ধর্ম। এই ধর্মের মধ্যে মানবজাতির ইহ ও পরোকালীন কল্যাণ রয়েছে। আজকে ইহুদি-খ্রিষ্টানরা সারা পৃথিবীতে সেবার নামে ধর্মপ্রচার করছে, অথচ তাদের কারো কাছেই শান্তির বার্তা নেই। মানুষ বিজ্ঞানের কল্যাণে চাঁদের ভ্রমণ করছে আর হিন্দুরা এখনো গোমাতার পিছনে পড়ে রয়েছে।
‘এগুলো সমালোচনা নয়; আক্ষেপের বিষয়। তাদের ধর্মগ্রন্থসমূহে ইসলামের নবীর আলোচনা রয়েছে। এগুলো গোপন রেখে তারা কখনো মানবতার কল্যাণ করতে পারবে না। কাদিয়ানীরাও ইসলামের নামে তাদের ধর্মপ্রচার করছে। এসব কোনো কিছুতেই বাধা আসে না। আর শান্তির ধর্ম প্রচার করতে গেলে, তাওহীদের দাওয়াত দিতে গেলেই সব বাধা আসে।’ তিনি বলেন, এসব কাজে অন্যতম সহযোগী হচ্ছে তথ্যসন্ত্রাস সৃষ্টিকারী মিডিয়া, পত্র-পত্রিকা। তারা বছরের পর বছর মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্যায় ভাঙচুর বা অঅনুমোদিত ভাঙচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ। আমরা সব প্রকার অপরাধের বিরুদ্ধে। সব নাগরিককে এসব অপরাধের প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।