ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যবসায়ী ইমরান হত্যাচেষ্টা

শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে মামলা

শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় ইমরান হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১২ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অন্য আসামিদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন— সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আমির হোসেন আমু, শ ম রেজাউল করিম, সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারি, আলহাজ মশিউর রহমান মোল্লা সজল, যাত্রাবাড়ী থানার আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু, সেক্রেটারি হারুনুর রশিদ মুন্নাসহ ১২৬ জন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় ১৮ জুলাই বেলা তিনটার দিকে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত