জীবাণুতে ভরপুর ফোনের কভার

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, টয়লেটের কমোডের সিটের চেয়েও বেশি জীবাণু থাকে মোবাইল ফোনের কভারে। ফলে মোবাইলের কভারে লেগে থাকা জীবাণু আমাদের পেটে গিয়ে অসুখ হতে পারে। তাই মোবাইলের কভার সপ্তাহে একদিন অন্তত পরিষ্কার করে নিতে হবে। ডাক্তার যতই বারণ করুন না কেন, ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এবং ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাস ত্যাগ করা কম বেশি সকলের কাছেই কঠিন। শুধু ঘুমের আগে পরেই নয়, রান্না করা, খাবার খাওয়া এমনকি গোসলের সময়ও ফোনকে হাতছাড়া করতে চান না অনেকেই। টয়লেটে বসেও হাতে থাকে ফোন।

আর গবেষণা বলছে, এই ফোন থেকেই রোগ-জীবাণু ছড়াচ্ছে। আসলে মূলত জীবাণু বাসা বাঁধছে ফোনের কভারে। আর এই কভারে জীবাণু আসছে আপনার হাত থেকে। আঙুলে লেগে থাকা জীবাণু ফোনের কভারে চলে যায়। সাবান দিয়ে হাত যতই ধুয়ে নিন না কেন, ফোনের কভারে রোগের জীবাণু থেকে যায়। গবেষণা বলছে, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোনের কভার থেকে ১৭০০০টিরও বেশি ব্যাকটেরিয়া জিনের অনুলিপির হদিস মিলেছে। দেখা গিয়েছে, টয়লেট সিটের চেয়ে প্রায় ১০ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে মোবাইল ফোনের কভারে। তাই ঘর-বাড়ি, পোশাক, বাসন, বাথরুম এবং নিজেকে যেমন নিয়মিত পরিচ্ছন্ন রাখেন, তেমনই ফোনের কভারকেও পরিষ্কার রাখতে হয়। তাতে আখেরে নিজেরই উপকার হবে। বিপদের হাত থেকে বাঁচবে বাড়ির খুদে এবং বয়স্ক সদস্যরাও। ফোনের

কভারে জীবাণুর বাসা : প্লাস্টিক, সিলিকন ইত্যাদি নানা উপকরণের কভার দিয়েই স্মার্ট ফোনকে আটকে রাখা হয়। ফোনের স্বাস্থ্যের জন্যই এই উপায় বেছে নেয়া হয়। কিন্তু ফোনের স্বাস্থ্য ভালো রাখতে গিয়ে নিজের স্বাস্থ্য খারাপ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আপনার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি শোয়ার ঘর, বসার ঘর, বাথরুম হয়ে হয়ে, হাট-বাজার, জিম, অফিস, গাড়ি-ঘোড়া সব জায়গায় ঘুরে বেড়ায়। বাড়ি ফিরে আপনি তো সাবান মেখে গোসল করে নেন। কিন্তু ফোনের কী হবে? চিন্তা নেই। ফোন বা ফোনের কভার পরিষ্কার করারও উপায় আছে। শুধু নিয়ম করে পরিষ্কার করলেই হবে। ফোনের কভার কীভাবে পরিষ্কার করবেন? ফোন কভারকে ভালোমতো জীবাণুমুক্ত করতে চাইলে কয়েকটি জিনিস লাগবে। জোগাড় করুন ৭০ শতাংশ রাবিং অ্যালকোহল বা অ্যালকোহল ওয়াইপস্, বেকিং সোডা, পরিষ্কার টুথব্রাশ, পরিষ্কার তোয়ালে, ডিশ সোপ, কাপ এবং মাইক্রোফাইবার কাপড়।

পরিষ্কার করুন ধাপে ধাপে : ১. প্রথমে ফোন থেকে কভারটি খুলে নিন। একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড়ে অ্যালকোহল স্প্রে করুন। এবার ফোন কভারের উপরিভাগে কাপড়টি আলতো করে ঘষতে থাকুন। ২. অ্যালকোহল ওয়াইপ থাকলে আলাদা করে আর কাপড় লাগবে না। তা দিয়ে সরাসরি কভার ঘষে নিলেই হবে।

৩. এভাবে সপ্তাহে একদিন কভার পরিষ্কার করে নিতে পারেন। আর মাসে একদিন অন্তত ফোনের কভারটি ডিপ-ক্লিনজিং করলে ভালো।

ফোন ডিপ ক্লিনজিংয়ের নিয়ম : ১. এর জন্য ফোন থেকে কভার খুলে নিন। ২. অর্ধেক কাপ উষ্ণ গরম পানি নিয়ে তাতে লিকুইড ডিশ ওয়াশার মেশান। তাতে টুথ ব্রাশ চুবিয়ে ফোন কভারে ঘষে নিন। ৩. পুরো ফোন স্ক্রাব করুন। কভারের কোণাগুলো ভালো করে পরিষ্কার করুন। ৪. ফোনের কভারে কোনও দাগ লাগলে সেটি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। দাগের জায়গায় বেকিং সোডা ছিটিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ৫. সবশেষে কভারটি ধুয়ে জল ঝরিয়ে নিন। টিস্যু পেপার বা মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে জল মুছে নিন।

শেষ কয়েকটি ধাপ : ১. কভারটি ভালোমতো শুকিয়ে গেলে তবেই ফোনে পরাবেন। ২. অ্যালকোহল ক্লিনিং ওয়াইপ কিংবা অ্যালকোহল স্প্রে দিয়ে ফোনের স্ক্রিনও মুছে নিতে পারেন। ভিনিগার বা নেইলপলিশ রিমুভার দিয়েও মোবাইলের স্ক্রিন পরিষ্কার করা যায়। ৩. তবে ব্লিচ বা অন্যান্য হেভি-ডিউটি ক্লিনিং এজেন্ট দিয়ে ফোন এবং ফোনের কভার পরিষ্কার করতে যাবেন না। এতে ফোনের ক্ষতি হতে পারেন।