ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শিল্পপতিদের গবেষণায় বিনিয়োগের আহ্বান অর্থ উপদেষ্টার

শিল্পপতিদের গবেষণায় বিনিয়োগের আহ্বান অর্থ উপদেষ্টার

শিল্প খাতে দক্ষ প্রযুক্তি ও জ্ঞানের ঘাটতি কমাতে শিল্পপতিদের শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল রোববার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানেজমেন্ট ডিপ্লোমা গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইডব্লিউইউ’র জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, বিল গেটস কিংবা ইলন মাস্ক নিজেরাই সব উদ্ভাবন করেননি, তারা দীর্ঘ মেয়াদে গবেষণায় বিনিয়োগের মাধ্যমে সাফল্য পেয়েছেন। অথচ আমাদের দেশের ব্যবসায়ীরা দক্ষ জনশক্তির অভাব বলে অভিযোগ করেন কিন্তু তারা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কোনো বিনিয়োগ করেন না। ইডব্লিউইউ’র প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র আবাসিক প্রতিনিধি হো ইয়ান জং, ইডব্লিউইউ’র উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, লেদার ও ফুটওয়্যার ইন্ড্রাস্টি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওয়ালিদ হোসেন, অধ্যাপক ড. তানবীর আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে ইডব্লিউইউ’র ডিপ্লোমা গ্র্যাজুয়েট ছাড়াও শিক্ষক, কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অনেকেই অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত