ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জুলাই বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সেই উত্তাল সময়ের নারীদের সঙ্গে কথা বললেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা, তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা শুনেন। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন। এছাড়া কর্মজীবী নারীদেরও এতে অংশ নিতে দেখা যায়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তিগাঁথা ও অবদানকে উপজীব্য করে ‘জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না’ শীর্ষক নারী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা ও দাবির কথা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত