১০৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি নুরুজ্জামান কমলকে (৪৩) গ্রেপ্তার করেছে র‌্যাব -১২ সদস্যরা। তিনি নারায়ণগঞ্জের সিদ্দীরগঞ্জ উপজেলার সানারপাড় গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ চেকপোস্ট চলাকালে আসামি তার প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি উল্লেখিত এলাকায় প্রবেশ করে এবং সেখানে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।