মধ্য ডিসেম্বরে এসে দেশজুড়ে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা কমে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কাঁপন ধরিয়েছে শীত। দুয়েক দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ, যা চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। ফলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১০ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্নœ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগের গোপালগঞ্জে। যার পরিমাণ ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সর্বনিম্ন তাপমাত্রাও ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এমন অবস্থায় পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আরো সামান্য কমতে পারে। একইসঙ্গে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সকাল ৯টা থেকে পরবর্তীতে ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয় বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে আজ সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সকালে গণমাধ্যমে জানান, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরও বাড়বে। তিনি বলেন, ঘন কুয়াশা থাকবে অন্তত আরও এক সপ্তাহ। দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে দুপুর হবে এবং আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। শাহনাজ সুলতানা আরো জানান, এখনো দেশে শৈত্যপ্রবাহ না থাকলেও দুয়েক দিনেই হবে সর্বনিম্ন তাপমাত্রা। সূর্য না উঠলে শীতের অনুভব বেশি হবে। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচপের প্রভাব বাংলাদেশে পড়বে না। এছাড়া দীর্ঘমেয়াদি পূর্বাভাস এ মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে উত্তরবঙ্গে।
এদিকে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকাল সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন।