ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ১৯০০ টন আলু

দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ১৯০০ টন আলু

ভারত থেকে বেনাপোল বন্দরে গতকাল মঙ্গলবার ভোরে ১৯০০ টন আলু আমদানি হয়েছে। এই আলুগুলো মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে। আজ মঙ্গলবার পণ্য চালান বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান অলুর চালানটি রপ্তানি করেন। একটি ট্রেনের রেকে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ১৯০০ টন। সিএন্ডএফ এজেন্ট বাংলাদেশ লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি ফারুক ইকবর ডাবলু বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক এ ১৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য মঙ্গলবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হয়েছে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর ট্রেনটি নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। সাইদুর রহমান বেনাপোলের স্টেশন মাস্টার বলেন, গতকাল ভোরে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে ৪২ ওয়াগনে করে ৩৮ হাজার আলুর বস্তা বেনাপোল বন্দরে প্রবেশ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত