যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌবাহিনীর সকল নৌঅঞ্চলে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গত সোমবার বাদ জোহর নৌঅঞ্চলসমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ্র সমাধিস্থলে ‘গার্ড অব অনার’ ও পুষ্পস্তবক অর্পণ করেন।