বাংলাদেশের ফুলের জগতে লিলিয়াম ফুল, যা বিদেশ থেকে আমদানি করে আনতে হয়। বগুড়াসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নার্সারি ও কৃষক পর্যায়ে লিলিয়ামের চাষ করা হচ্ছে। চাষের ফলাফল বেশ চমকপ্রদ। কৃষকরা উন্নতমানের লিলিয়াম ফুলের চাষ করে বাণিজ্যিকভাবে যেন সাবলম্বী হচ্ছে কৃষক ও নার্সারি মালিকরা। লিলিয়াম ফুল বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নতুন প্রজন্ম বা ফুলপ্রেমীদের জন্য বিষয়টি শুভবার্তা বয়ে আনবে এবং বর্তমান ডিজিটাল স্যাটেলাইট যুগে হারিয়ে যাওয়া ফুলের ঐতিহ্য পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করছে নার্সারি মালিকেরা। লিলিয়াম সাধারণত শীত প্রধান দেশগুলোতে সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল ও বেগুনি বর্ণ নিয়ে ফুটতে দেখা যায়। ফুলের বর্ণচ্ছটা আকর্ষণীয়। এর গায়ে সুন্দর অঙ্কন দেখলে মনে হবে কোনো শিল্পী তার ফুলের গায়ে নানা রং দিয়ে চিত্র এঁকে রেখেছে। পাশাপাশি এর মিষ্টি গন্ধ ফুলপ্রেমীদের আকৃষ্ট করে। এর চাষ দেশব্যাপী বিস্তার করতে পারলে একদিকে যেমন এই ফুলের আমদানি করতে হবে না বরং মধ্যপ্রাচ্যে তা রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ গ্রীন নার্সারিতে শোভা পাচ্ছে হলুদ রঙের দৃষ্টিনন্দন লিলিয়াম ফুল। বগুড়ায় প্রথমবারের মতো ফুল চাষে আশার আলো দেখাচ্ছে শীত প্রধান দেশ নেদারল্যান্ডের অন্যতম ও আকর্ষণীয় ফুল লিলিয়াম। এর মধ্যে দিয়ে বগুড়ায় বাণিজ্যিকভাবে চাষ করা ফুল চাষে নতুন সংযোজন হতে যাচ্ছে ভিনদেশি এই লিলিয়াম ফুল। বিশ্বে কাট ফ্লাওয়ার বাণিজ্যে শীর্ষ ১০টি ফুলের মধ্যে চতুর্থ অবস্থানে আছে ফুলটি। নার্সারিটিতে নতুন প্রজাতির এই ফুল দেখতে অনেকেই আসছেন। উদ্যোক্তারা আশা করছেন লিলিয়াম ফুল চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে সেই সাথে নতুন প্রজন্ম বা ফুলপ্রেমীদের জন্যও শুভবার্তা বয়ে আনবে। লিলিয়াম লিলিয়েসি পরিবারভূক্ত একটি বর্ষজীবী কন্দজ ফুল। হলুদ, সাদা, লাল, গোলাপী এবং বেগুনী রঙে লিলিয়াম পাওয়া যায়।
ঠান্ডা আবহাওয়ায় পলিনেট হাউসের মধ্যে বাল্ব বা কন্দ থেকে এ ফুল চাষ করা হয়। সুনিস্কাশিত এবং জৈবসার সমৃদ্ধ বেলে দোআঁশ মাটি লিলিয়াম চাষের জন্য উপযোগী। শীত প্রধান দেশগুলোতে কন্দ বপনের ৯০ দিনের মধ্যে ফুল সংগ্রহের উপযোগী হলেও বগুড়ায় ৫৫ দিনের মধ্যেই এই ফুল সংগ্রহের উপযোগী হয়েছে। বাংলাদেশে ২০১৫ সাল থেকে লিলিয়ামের চাষের ওপর গবেষণা শুরু করে। এরই মধ্যে তা সফলও হয়েছে। মাত্র ৫৫ দিনে হারভেস্টে চলে আসে। এতে আমরা খুশি, এটা খুব দামি ফুল।