সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার বিভিন্ন সময়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের বরাতে এসব তথ্য জানা গেছে।
নারায়ণগঞ্জ : রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ৩০০ ফিট সড়ক দুর্ঘটনায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত মাসুদের দুই সহপাঠী অমিত সাহা ও মেহেদী হাসান গুরুতর আহত হয়েছেন। আহত অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোহতাসিম মাসুদ ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে। আহত অমিত ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে এবং মেহেদী কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম। গতকাল ভোরে পুলিশ চেকপোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় বুয়েট শিক্ষার্থীদের মোটরসাইকেলকে দ্রুতগতির বেপরোয়া প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ মারা যান। সিলেট : প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরো দুইজন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকার দামড়িব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে আনার পর আরো একজন মারা গেছেন। নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার তাকিকোনা গ্রামের সৈয়দ জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখছেদ হাসান মহান, একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম ও সিলেট নগরীর দক্ষিণ বাগবাড়ি এলাকার আব্দুল হাসিমের ছেলে হাফিজুর রশিদ।
দিনাজপুর : বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মাধব রায় এবং দিপু রায় নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের বীরগঞ্জ কবিরাজহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের বাসিন্দা। হাইওয়ে পুলিশ সার্জেন শেখ আরেফিন ইমরোজ জানান, ঠাকুরগাঁওয়ের নারগুন খেজুর বাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে ট্রাক এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাধব রায় নিহত হন। আর আহত দিপু রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ : কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার ও ফিরোজ হোসেন নামের দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন, একই গ্রামের হাসেম আলীর ছেলে। জানাগেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই গাড়িতে তার মৃত্যু হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার চুনারুঘাটের চন্ডিছড়া এলাকায় বালুবোঝাই ট্রাক চাপায় সজল মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত সজল হবিগঞ্জ জেরার লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে। গতকাল উপজেলার সাতছড়ি সড়কের চন্ডি মাজারের অদূরে আঞ্চলিক মহাসড়কে জামটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে লাখাই থেকে সজল ও তার ৫ বন্ধু সাতছড়ি উদ্যানে ঘুরতে আসেন। সেখানে খাওয়াদাওয়া শেষে দুপুরে তার চাচাতো ভাই রুবেলের মোটরসাইকেল যোগে চুনারুঘাট বাজারের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে মোটরসাইলেটি ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চন্ডি মাজারের অদূরে জামটিলা এলাকায় পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে সামন থেকে ধাক্কা দেয়।
গোপালগঞ্জ : কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন জানান, গতকাল দুপুরের দিকে ব্যাটারিচালিত ভ্যানে করে ব্যাসপুর থেকে জয়নগর যাচ্ছিলেন কাপড় ব্যবসায়ী ইসরাফিল মোল্যা। এ সময় ভ্যানটিকে ধাক্কা দেয় বিপরীতমুখী ইট বোঝাই একটি ট্রলি। এতে কাপড় ব্যবসায়ী মো. ইসরাফিল মোল্যা ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইন ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
বাগেরহাট : দুই ট্রাকের সংঘর্ষে শামীম সরদার নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। গতকাল বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক শামীম সরদার নিহত হয়। অন্য ট্রাকের চালককে গুরুত্বর আহত অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতলে হয়েছে। নিহত ট্রাকচালক শামীম সরদার মোরেলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ট্র্যাক দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।