ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বাজারদর

শীতের সবজিতে স্বস্তি বেড়েছে মুরগির দাম

শীতের সবজিতে স্বস্তি বেড়েছে মুরগির দাম

পৌষের শুরুতে রাজধানীতে শীতের আমেজ তেমন না থাকলেও ইতিবাচক প্রভাব পড়েছে সবজি বাজারে। ভরা মৌসুমে সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। তবে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে ব্রয়লারসহ সব ধরনের মুরগির বাজারে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে মুরগির দাম। গতকাল রাজধানীর মগবাজার, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে ।

সরেজমিনে দেখা যায়, বাজারে কমেছে বহুল আলোচিত আলুর দাম। চলতি সপ্তাহে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে মূলা ও ফুলকপি ও বাঁধাকপি। শীতের জনপ্রিয় এই সবজিগুলো প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১২০ টাকা, গাজর ৬০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, পেঁয়াজ কলি ২০ টাকা আটি, চিচিঙ্গা ৬০ টাকা, সাধারণ ও বিচিওয়ালা সিম প্রকার ভেদে ৬০ টাকা থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, মিষ্টি কুমড়া মাঝারি আকার ভেদে ৬০ থেকে ৭০ টাকা পিস এবং কাঁচা মরিচ ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ আকার ভেদে প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৫০ টাকা, সাদা বেগুন ৪০ টাকা, করলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বেড়েছে সব ধরনের মুরগির দাম। গতকাল শুক্রবার প্রতিকেজি ব্রয়লার ২০০-২১০ টাকা, লেয়ার ২৯০-৩০০ টাকা, সোনালি ২৯০ থেকে ৩০০ এবং দেশি ৫৫০-৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় সবজির দাম নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। তবে মুরগিসহ মাংসের দাম নিয়ে ক্ষোভ রয়েছে তাদের। মগবাজার বাটার গলির বাসিন্দা যোবায়ের আহমেদ ঢাকা মেইলকে বলেন, সপ্তাহের অন্যদিন টুকটাক সবজি কেনা হলেও শুক্রবার বড় বাজার করি। গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেকটাই কম। তবে আরো কমতে পারে, যাদি চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায়। সরকারের এদিকে আরো নজর দেয়া দরকার। মুরগির দাম প্রসঙ্গে তিনি বলেন, সবজি কিনে ভালো লাগলেও মুরগির বাজারে এসে তা বিষাদ হয়ে গেছে। সব ধরনের মুরগির দাম বেড়েছে। তো সার্বিকভাবে বাজার হতাশাজনক। একদিকে কমলে অন্যদিকে বাড়ে, যেই লাউ সেই কদু। ফলে সার্বিকভাবে বাজার মধ্য ও নিম্নবিত্তের আওতার বাইরে। এদিকে বিক্রেতারা বলছেন, বাজারের পর্যাপ্ত শীতের সবজি আসতে থাকায় দাম কমেছে। আগামীতে আরো কমতে পারে বা স্থির থাকবে বলে আশা তাদের। অন্যদিকে মুরগির দাম বাড়ার সঠিক কোনো কারণ বলতে পারেনি বিক্রেতারা। পাইকারি বিক্রেতাদের ওপর দোষ চাপাচ্ছেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত