ঘুমের সময় পরিমাপ করবে স্মার্টওয়াচ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা সংস্থা বোট আনছে নতুন স্মার্টওয়াচ। বোটের নতুন স্মার্টওয়াচটির নাম বোট স্টোর্ম কল ৩ প্লাস এটি বেশ কিছু উন্নত ফিচার এবং সুবিধা নিয়ে এসেছে যা ব্যবহারে আরাম এবং কার্যকারিতা বাড়িয়ে তুলেছে। বোটের নতুন স্মার্টওয়াচে ১.৯৬ ইঞ্চির এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। ইউজাররা সুবিধা পাবেন কাস্টোমাইজড ওয়াচ ফেসের। অ্যালার্ম, স্টপওয়াচ, ফাইন্ড মাই ফোন, ডু নট ডিসটার্ব বা ডিএনডি, ওয়েদার, লাইভ স্পোর্টস আপডেট, এমার্জেন্সি এসওএস ফিচারের সাপোর্ট রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। এই স্মার্টওয়াচে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি ফিচারের সাপোর্টও রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনে কথা বলতে পারবেন আপনি। স্মার্টওয়াচের সঙ্গে ফোন সংযুক্ত থাকলে, ফোনকল এলে যেমন স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলা যাবে, তেমনই স্মার্টওয়াচের মাধ্যমেই ফোনের ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল করাও সম্ভব হবে।
হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল (ঝঢ়ঙ২), স্লিপিং মনিটর অ্যান্ড ট্র্যাকিং, ডেলি অ্যাক্টিভিটি ট্র্যাকার, সেডেন্টারি রিমাইন্ডার- এই সব হেলথ ফিচারের সাপোর্ট রয়েছে বোটের এই স্মার্টওয়াচে। ৭০০ এরও বেশি স্পোর্টস মোড ফিচারের সাপোর্টও রয়েছে এই ওয়ারেবল ডিভাইসে। এমনিতে একবার পুরো চার্জ দিলে ৭ দিন চালু থাকবে স্মার্টওয়াচ। আর ব্লুটুথ কলিং পরিষেবা চালু থাকলে একবার পুরো চার্জ দিলে স্মার্টওয়াচ চলবে টানা ২ দিন। একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। মোট ৭টি রঙে লঞ্চ হয়েছে বোট সংস্থার নতুন স্মার্টওয়াচ। স্লিক ডিজাইন এবং হালকা ওজনের জন্য এই স্মার্টওয়াচটি সবারই পছন্দ হবে। ভারতে স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ১ হাজার ৪৯৯ রুপি। তবে কবে দেশের বাজারে বোটের স্মার্টওয়াচটি পাওয়া যাবে তা জানা যায়নি।