স্বামী-স্ত্রীসহ একদিনে সড়কে ঝরল ১১ প্রাণ
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। গতকাল শনিবার বিভিন্ন সময়ে এ সব হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিনিধিদের পাঠানো তথ্য:
শ্রীপুর (গাজীপুর) : ওভার ট্রেকিংয়ের সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। পরিবার নিয়ে তিনি গাজীপুরের জয়দেবপুর এলাকায় ভাড়া থাকতেন। অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ। চকপাড়া মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
রাজশাহী : পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু হানিফ ও তার স্ত্রী ফাতেমা খাতুন এবং যুথি খাতুন (১৪)। পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, গতকাল দুপুরে মোটরসাইকেলে করে আবু হানিফ তার স্ত্রী ও শালিকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরের কাছে পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আবু হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়। আহত ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।
টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস আশেকপুরে গতকাল সকালে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া গ্রামের সোহরাব হোসেন ও সদর উপজেলার করটিয়ার সুনীল পালের ছেলে প্রদীপ পাল। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় উত্তরবঙ্গগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমরে-মুচড়ে যায়। স্থানীয়রা অটোরিকশার চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা এবং প্রদীপ পালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা পৌঁছানোর আগেই অ্যামবুলেন্সে প্রদীপ পাল মারা যান। এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোর : পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে ঝিকরগাছা ও মণিরামপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী(৫০) ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।
কুষ্টিয়া : ট্রাক ও নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের এগারোমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ভগবান নগর গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।
পাবনা : সড়ক দুর্ঘটনায় ভ্যানযাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকালে দিকে পাবনা-ঢাকা মহাসড়কের তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।