জুলাই-আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু যে ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনা সরকার দুঃশাসন চালিয়েছিল সেই ব্যবস্থা এখনো অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি আরো বলেন, অভ্যুত্থানের পর জনগণের মাঝে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা পূরণে কাজ করে যাচ্ছি। গতকাল বিকালে ময়মনসিংহের টাউনহল চত্বরে ‘রাস্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলা আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রাজিবের সভাপতিত্বে গণসংলাপে দলটির কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রাসেল, সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, শামসুল আলম, অ্যাডভোকেট অমিত হাসান দিপুসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।