গতকাল রোববার বেলা দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস নামের ওই কারখানায় আগুন লাগে। বেলা সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। আগুনের ভয়াবহতা চারিদিকে ছড়িয়ে পড়ে। চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ হয়ে কারখানায় কর্মরত একজন মারা গেছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এতে দগ্ধ হয়েছেন কমপক্ষে ১০ জন। দগ্ধরা হলেন- মো. খোকন, রাব্বি, আরিফুর ইসলাম, জাকির হোসেন, রনি, লুৎফুর রহমান। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। কারখানা কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন দেখা যায়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে। শ্রীপুর থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনা তদন্তে কাজ করছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।