ঢাকা ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় নিহত ৮

সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় নিহত ৮

ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে কয়েকদিন ধরেই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটছে। গতকাল সোমবারও ৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।

সখীপুর (টাঙ্গাইল) : পৃথক সড়ক দুর্ঘটনায় উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জাান, ট্রাকচাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি শেষে ফেরার পথে গতকাল সকালে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এদিকে সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের গনি মিয়ার ছেলে। অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।

নাটোর : ঘন কুয়াশায় নাটোরে ৬ মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হন। গতকাল সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়ের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মধ্য মুখোমুখি হয়। এতে একজন ট্রাক চালকের মৃত্যু হয়। এ সময় ৫টি ট্রাক সড়কের উপরে দুমরেমুচড়ে পড়ে এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ : ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে পান্না বনিক(৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সময় আহত হয়েছে আরো ৫ জন। হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতিকুর রহমান জানায়, গতকাল ভোর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকারে থাকা ওই নারী নিহত হয়। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

নড়াইল : লোহাগড়া উপজেলায় লাটা চাপায় চালকের সহকারী তাহসিন তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তাহসিন তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।

পার্বতীপুর (দিনাজপুর) : ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পারভীন বেগম নামের এক নারী মারা গেছেন। এ সময় তার ছেলে মোটরসাইকেলচালক আদনান সরকার গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভীন বেগম নীলফামারীর সৈয়দপুর শহরের বাশঁবাড়ী গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী : গতকাল সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতেও এক জন নিহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত