টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন
সারজিস আলম
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামীতে জাতীয়সহ যেসব নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে সেসব নির্বাচনে টাকার বিনিময়ে ভোটাধিকার প্রয়োগ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। কয়েকশ’ বা হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করে সুযোগ হারালে বিজয়ীদের দ্বারা জুলুমের শিকার হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-আগস্টে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশ’ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দেব না। যেসব থেকে ভালো লোক, যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে।
ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, পাঁচ বছরে কাকে আপনি বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। ওই সুযোগটা যদি কয়েশ টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন, তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার ওপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকেও দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে অভিযোগ করে তিনি বলেন, এখন রাষ্ট্রের এ সকল সমস্যা সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই সংস্কারে জনগণের মতামত, সহযোগিতা ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। উপদেষ্টা বলেন, আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের যে সময় ছিল তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল তা সরকারকে দেবে। সরকার স্টেক হোল্ডারদের সাথে কন্টালসেসনের মাধ্যমে সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দেবেন।
বক্তব্য শেষে গণঅভ্যুত্থানে নিহত পঞ্চগড়ের পাঁচ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম। একই সময় আটোয়ারী উপজেলার প্রায় দুই হাজার দুস্থ ও দারিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তারা।
এসময় আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলার তেঁতুলিয়া উপজেলায় হেলিকপ্টারযোগে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিদর্শনসহ দুস্থ ও দারিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।