গত বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/ চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি গরিব, দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ বুধবার কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপে গরিব, দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় এলাকা সমূহে এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।