রাজধানীর কারওয়ান বাজারের বসুন্ধরা শপিং মল এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা না পেয়ে গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। হঠাৎ এমন ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপে করে পালিয়ে যায়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ দিকে ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে এক ব্যক্তি ব্যবসায়ীদের বলেন- কেউ চাঁদা চাইলে তাকে জানাতে। এর একদিন পর এসে সেই ব্যক্তি নিজেই চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় আজ গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেন। পেট্রোল বোমায় কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে। এছাড়া আরো কিছু দোকানের মালামাল লুট করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘটনার পরে বিদেশি একটি নাম্বার থেকে নিজেকে ‘দাদা’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না পেলে আবারো হামলা চালানোর হুমকি দেয়া হয়।