ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা ফখরুলের বাসায় ১৭ বছর পর কারামুক্ত পিন্টু

মির্জা ফখরুলের বাসায় ১৭ বছর পর কারামুক্ত পিন্টু

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় যান পিন্টু। এ সময় পিন্টুর সঙ্গে তার স্ত্রী বিলকিস বেগমও ছিলেন। প্রায় ১৭ বছর কারাভোগের পর গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পান পিন্টুসহ অন্যরা।

এরই মধ্যে খালাস পেয়ে দেশে ফিরেছেন বিএনপি নেতা কায়কোবাদ। তবে মুক্তি মেলেনি সাবেক প্রতিমন্ত্রী বাবরের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত