সড়ক দুর্ঘটনায় দুই জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের বরাতে তথ্য পাঠিয়েছেন শেরপুর ও নরসিংদী প্রতিনিধি।
শেরপুর : গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে সদর থানার ওসি জুবায়দুল আলম জানান- নকলা থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস রিফাত পরিবহন শেরপুর জেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালকসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুণপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (২৬), কামরুজ্জামান বাবু (২৩), মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) ও নিনা রানী (৪৫)। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহগুলো শেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা শেরপুর সদর থানায় নিয়ে আসা হয়।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।
নরসিংদী : বেলাবতে মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। গতকাল দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ির পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। বেলাব উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন তিনি। বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।