সুসংবাদ প্রতিদিন

সুপারি খোলে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব তৈজসপত্র

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এনামুল হক, কাউখালী (পিরোজপুর)

জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকিপূর্ণ সময়ে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর, নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক সামগ্রীর পর্যাপ্ত বিকল্প না থাকার কারণে যখন দিশেহারা। দেশের সর্বত্র যখন প্লাস্টিকজাতীয় সামগ্রী পরিবেশ দূষণ করছে, প্লাস্টিক সামগ্রীর কারণে পরিবেশবাদীরা যখন উদ্বিগ্ন এবং প্লাস্টিক সামগ্রী বন্ধ করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেও সফল হতে পারছে না কর্তৃপক্ষ, ঠিক তখন কাউখালী উপজেলার সদর ইউনিয়নের লাঙ্গুলী গ্রামের ন্যাচারাল বিউটি প্রাইভেট লিমিটেড নারী উদ্যোক্তা কেউন্দিয়া গ্রামের হাফিজুর রহমান জুয়েলের স্ত্রী নিলুফার ইয়াসমিন উদ্যোগ গ্রহণ করেন পরিবেশবান্ধব থালা, বাটি, বাসন, ট্রেসহ নানা প্রকার সামগ্রী তৈরি করার।

বছর ঘুরতে না ঘুরতেই তিনি সফল উদ্যোক্তা হিসেবে সকল মহলে পরিচিতি লাভ করেন এর মধ্যেই।

এ বিষয়ে কথা হয় ফরিদ ইয়াসমিনের স্বামী ইঞ্জিনিয়ার জুয়েল জানান- তার স্ত্রী ফরিদা ইয়াসমিন বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারেন যে প্লাস্টিকের সামগ্রী পরিবেশের জন্য ক্ষতিকারক। প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তখন থেকেই প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিকল্প কি হতে পারে, এই বিষয়টি নিয়ে চিন্তা শুরু করেন। পরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারেন সুপারি গাছের খোল দিয়ে বিভিন্ন প্রকার পরিবেশবান্ধব সামগ্রী তৈরি করা সম্ভব। তখনই ফরিদা ইয়াসমিন তার স্বামীকে বিষয়টি জানান এবং পরিবেশবান্ধব সামগ্রী তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন।

তার ইচ্ছা অনুযায়ী সুপারির খোল দিয়ে পরিবেশবান্ধব সামগ্রী তৈরি করার কারখানা স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন জুয়েল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কারখানার মেশিন আমদানি নিয়ে। মেশিনগুলো ভারত অথবা অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হলে অনেক ব্যয়বহুল। যে কারণে থমকে যায় তার পরিকল্পনা। ঠিক সেই মুহূর্তে স্ত্রীর পাশে দাঁড়ান স্বামী জুয়েল হোসেন।

তিনি অন্য একটি কারখানা দেখে ইন্ডিয়ান মেশিনের মত করে নিজস্ব পরিকল্পনায় বাংলাদেশই তৈরি করেন সুপারির খোল দিয়ে থালা বাসন তৈরি করার মেশিন। এতে সফল হন তিনি। পরে বাড়ির পাশেই গাঙ্গুলী সাহাপুরা গ্রামে মামা ফরিদ হোসেনের একটি ঘর ও জায়গা ভাড়া নিয়ে ২০২৪ সালের জানুয়ারি মাসে তৈরি করেন কারখানা। ২০ লাখ টাকা ব্যয় কারখানা তৈরি করে উৎপাদন শুরু করেন বিভিন্ন প্রকার থালা, বাসন, বাটি, পেয়লা, ট্রেসহ বিভিন্ন পরিবেশবান্ধব সামগ্রী।

পরিত্যক্ত সুপারির খোল দিয়ে থালা-বাসন প্লেট তৈরি করার মেশিন বসিয়ে যখন পরিবেশবান্ধব সামগ্রী উৎপাদন শুরু করেন। তখন এলাকার চারিদিকে হৈ চৈ লেগে যায়। সর্বত্র তিনি জানান দিয়ে দেন অর্থকারী ফসল সুপারি গাছের পরিত্যক্ত খোলাসটি এখন আর পরিবেশ দূষণ করবে না। এটি ন্যায্য মূল্যে ক্রয় করে পরিবেশের ভারসাম্য জন্য তৈরি করা হবে প্লাস্টিকের বিকল্প সামগ্রী।

সাধারণ মানুষ বিষয়টিতে আশ্বস্ত হয় সকলেই শুরু করেন সুপারি গাছের খোল সংগ্রহ কার্যক্রম। গাছ থেকে একটি সুপারি গাছের খোল পড়ার সঙ্গে সঙ্গেই সংগ্রহ করছেন বাগান মালিকরা।উন্নতমানের ভালো সাইজের একটি খোল দুই টাকার বিনিময় কিনছেন উদ্যোক্তা। বাকি অংশটি নিজেরাই জ্বালানি হিসেবে ব্যবহার করছেন সুপারি গাছের মালিক পক্ষ। যার ফলে এই এলাকায় সুপারি গাছের চাষ এক বছরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

অন্যান্য আগাছা গাছ কেটে মানুষ এখন ঝুঁকছে সুপারি বাগান তৈরি করতে। এলাকায় ঝিমিয়ে পড়া বেকার মানুষগুলোর মাঝে সৃষ্টি করছে প্রাণ চঞ্চলতা। সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান, আয় বাড়ছে বেকারদের। তৈরি হচ্ছে পরিবেশবান্ধব সামগ্রী। সাধারণ মানুষ ও ভোক্তরা স্বল্প মূল্যে মানসম্মত প্লাস্টিকের বিকল্প থালা-বাসনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস পেয়ে বেশ খুশি।

গতকাল উপজেলার লাঙ্গুলী গ্রামে সরজমিন ঘুরে এমনই তথ্য পাওয়া গেছে। কারখানার উদ্যোক্তা নিলুফার ইয়াসমিনের স্বামী ইঞ্জিনিয়ার জুয়েল জানান আমার স্ত্রীর অধম্য আগ্রহ কারণে এটা করা সম্ভব হয়েছে। পরিবেশবান্ধব আমাদের উৎপাদিত মালামালগুলোর প্রচুর চাহিদা রয়েছে। আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি।

বর্তমানে নেদারল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার জন্য আলোচনা চলছে।

বিদেশে আমরা রপ্তানি করতে পারলে আমরা ব্যক্তিগত এবং দেশ লাভবান হবে। বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে। কাউখালী সোনালী ব্যাংকের ঋণ সহায়তায় কাজটি করা আমার কাছে সম্ভব হয়েছে। তবে সরকারের সহযোগিতা পেলে কারখানার পরিধি বৃদ্ধি করা হবে। বর্তমানে ৪ জন কর্মচারী খোল দিয়ে বিভিন্ন মালামাল উৎপাদন করছেন। দৈনিক ৫-৬ শত থালা, বাসন সামগ্রী উৎপাদন করা হয়।

যা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। তিনি আরো জানান সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যসম্মত পদ্ধতি এই মালামাল তৈরি করা হয়। নিয়ম মেনে একাধিকবার ব্যবহার করলেও কোন সমস্যা হয় না। সুবিদপুর, চিরিয়াপাড়া গ্রামের কয়েকজন সুপারি চাষী জানান- কাউখালীতে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বেশি সুপারের উৎপাদন হয়।

যেখানে সুপারির খোলগুলো নষ্ট হয়ে পরিবেশের দূষণ ঘটাত সেই জায়গায় সে খোলটি বিক্রি করে টাকা পাওয়া যায়। যার ফলে খোল সংগ্রহ করে অনেকেই ন্যাচারাল বিউটির কাছে বিক্রি করছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, খোল দিয়ে পরিবেশবান্ধব থালা-বাস উৎপাদন করায় পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

অপরদিকে বেকারত্ব হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সকল বেকার তরুণ-তরুণীদের এ জাতীয় উদ্যোগ গ্রহণ করতে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে । তাহলে কারো চাকরির জন্য ঘুরতে হবে না। বরং উদ্যোক্তারা চাকরি দিতে পারবেন। তিনি উদ্যোক্তা ফরিদা ইয়াসমিনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যে এই জাতীয় কাজে যে কোনো সহযোগিতার চাওয়া হলে উপজেলা প্রশাসন পাশে থাকবে।