বয়ঃসন্ধিকালে অনেকের মুখেই ব্রণ হয়। এটি স্বাভাবিক বিষয়। বিশেষ করে কপালে বেশি ব্রণ হয়। অনেকসময় ব্রণ ফেটে পুঁজ, রক্ত বের হয়। কিন্তু অনেকের কপালেও প্রচুর ব্রণ হয়। ঘরোয়া টোটকা, মলম ব্যবহারে গালের ব্রণ চলে গেলেও কপালের ব্রণ কিছুতেই দূর হতে চায় না। কিন্তু কপালের ব্রণ সহজে সারতে চায় না কেন? এর পেছনে কী কারণ রয়েছে?
ত্বকের চিকিৎসক জয়শ্রী শরদের মতে, স্পর্শকাতর ত্বকে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। শারীরিক কিংবা মানসিক চাপের কারণে বাড়তে পারে ব্রণের দাপট। কিন্তু নিজের কিছু ভুলেই কপালের ব্রণ সহজে দূর হতে চায় না। এখন চলুন জেনে নেয়া যাক কপালে ব্রণ হয় কেন?