সদ্যবিদায়ী ২০২৪ সালে সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ১ লাখ ৪০ জনই সুস্থ হয়েছেন। বছরজুড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গুবিষয়ক বিদায়ী বছরের এ পরিসংখ্যান তুলে ধরা হয়। বছরের শেষ দিন গত মঙ্গলবার দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছিল। শেষ দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে ডেঙ্গু শনাক্ত ১ লাখ ১ হাজার ২১৪ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুরুষরা। মোট আক্রান্তদের ৬৩ হাজার ৮৮৬ জনই ছিল পুরুষ, যা মোট শনাক্তের ৬৩ দশমিক ১ শতাংশ। আর নারী আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩২৮ জন, যা মোট শনাক্তের ৩৬ দশমিক ৯ শতাংশ। তবে মৃত্যুর হারে সামান্য এগিয়ে ছিলেন নারীরা, মোট মারা যাওয়া ৫৭৫ জনের মধ্যে নারী ২৯৪ জন বা ৫১ দশমিক ১ শতাংশ আর পুরুষ ২৮১ জন বা ৪৮ দশমিক ৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বয়সভেদে সর্বোচ্চ আক্রান্তদের শীর্ষে রয়েছেন তরুণরা। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। এ বয়সীদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ২৮৪ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৩ জন। আর ১৬ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৫ জন।
বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত লাখের বেশি : অঞ্চলভিত্তিক হিসাবে বছরজুড়ে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে মোট আক্রান্ত ২১ হাজার ২৫৪ জন। এরপরই রয়েছে ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে) অবস্থান, যেখানে মোট আক্রান্ত ১৮ হাজার ৭৪১ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৭৯ জন।
এর বাইরে বরিশাল বিভাগে ৮ হাজার ৮০১ জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪৫ জন, বিভাগে ১৫ হাজার ৪০৬ জন, গাজীপুর সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে ৯ হাজার ৯৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৩৬২ জন, রাজশাহী বিভাগে ৩ হাজার ৮৮৮ জন, রংপুর বিভাগে ১ হাজার ৫০৯ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন।
শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও বছরজুড়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যেখানে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটতে ১০৪ জন ও বিভাগে ৫১ জন মারা গেছেন।
এর বাইরে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম সিটিতে এক ও বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুশূন্য ছিল সিলেট বিভাগ।
মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে। ওই মাসটিতে মোট শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৫৫, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মে মাসে ৬৪৪, জুনে ৭৯৮, জুলাইয়ে দুই হাজার ৬৬৯, আগস্টে ছয় হাজার ৫২১, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭, নভেম্বরে ২৯ হাজার ৬৫২ এবং ডিসেম্বরে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭৪৫ জন।
তবে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। মাসটিতে মারা গেছেন ১৭৩ জন। এছাড়া জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে পাঁচ, মার্চে ছয়, এপ্রিলে দুই, মে মাসে ১২, জুনে আট, জুলাইয়ে ১৪, আগস্টে ৩০, সেপ্টেম্বরে ৮৭, অক্টোবরে ১৩৫ ও ডিসেম্বরে ৮৭ জন মারা গেছেন।