ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুই জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

উখিয়া (কক্সবাজার) : হাইওয়ে সড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল থাইংখালিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল খায়ের কোম্পানির কর্মচারী লিটন গাজি (২০) ও উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা যুবক আব্দুর রহমান (১৯)। শাহপুরি হাইওয়ে থানার ওসি মাহাবুব রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে অফিসের কাজ শেষে মোটরসাইকেলে করে কুতুপালং যাচ্ছিলেন লিটন গাজি ও আব্দুর রহমান। এ সময় হাইওয়ে সড়কের থাইংখালি এলাকায় এলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তারা সড়কে পড়ে যান। এরমধ্যে টেকনাফগামী সমুদ্র তরীর বাস দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

চুয়াডাঙ্গা : অবৈধযান আলমসাধুর ধাক্কায় নিশান আহমেদ (২২) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল আলমডাঙ্গার নওদাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক মো. আশিক (২১) গুরুতর আহত হয়েছেন। নিহত নিশান আহমেদ আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং আহত আশিক একই গ্রামের খোকন মিয়ার ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত