ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে অনুপ্রবেশ করেছে ৩৬ মিয়ানমার নাগরিক

টেকনাফে অনুপ্রবেশ করেছে ৩৬ মিয়ানমার নাগরিক

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। গতকাল রোববার দুপুরে টেকনাফের সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকায় মাছ ধরার নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে প্রবেশ করে তারা। জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী ১০ শিশু ২১ পুরুষ রয়েছে। তাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বলেন, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। এছাড়া বাহারছড়া ঘাট দিয়ে আরো এক রোহিঙ্গা বোঝাই বোট সাগরে ভাসছে বলে জানা গেছে। চার দিন সাগরে ভাসমান থাকা মো. আলম (৩০) বলেন, আকিয়াবের পূর্বে নাঁশং এলাকায় আমাদের গ্রাম। সেখানে মগ বাগি আরকান আর্মি রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাই আমরা প্রাণে বাঁচতে একটি কাঠের বোট নিয়ে গত পাঁচ দিন আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করি। আজ আমাদের ইঞ্জিন নষ্ট হওয়া একটি ট্রলার টেনে নিয়ে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

একই এলাকার রোহিঙ্গা জাহের আলম বলেন, আমাদের এলাকায় পাঁচটি মুসলিম গ্রাম আছে। সেখান থেকে জোরপূর্বক ধরে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ করাচ্ছে এবং রোহিঙ্গাদের দিয়ে জান্তার বিপক্ষে দাঁড় করাচ্ছে। মগ বাগির দলে যোগ না দিলেই রোহিঙ্গাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। মূলত রোহিঙ্গাদের ব্যবহার করছে আরাকান আর্মি। সেখানে যুদ্ধ করার চেয়ে বাংলাদেশে মরলে ভালো হবে তাই বাংলাদেশে চলে আসি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত