গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, বর্তমান প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতিষ্ঠানটি অকেজো হয়ে পড়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। একই সঙ্গে মফস্বল থেকে রাজধানী ঢাকার সাংবাদিকের জীবনমান উন্নয়ন ও পেশাগত স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে বেতনকাঠামো নির্ধারণসহ অন্য বিষয়ে সুপারিশ করবো। গতকাল মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় তিনি এ কথা বলেন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কমিশন প্রধান আরো বলেন, স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে কাজ করছে। মফস্বলে সাংবাদিকরা সবচেয়ে লাঞ্ছনার স্বীকার হয়। তাদের জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। নতুন গণমাধ্যম নিবন্ধনের ক্ষেত্রে যাচাই-বাছাইপূর্বক আরো সচেতন হতে হবে।
সেখানে ডিজিটাল আইন বাতিল, সাংবাদিকদের নামে সব মামলা প্রত্যাহার, সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা, যে কেউ যেন সাংবাদিক হতে না পারে সেই বিষয়ে আইন করা নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে কামরুন নেছা হাসান, আবদুল্লাহ আল মামুন ও মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলার পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সাংবাদিকরাও সেখানে ছিলেন।