ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশের সঙ্গে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

* সচিবালয়ে প্রবেশের চেষ্টা * প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করলো পুলিশ
পুলিশের সঙ্গে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগের দাবিতে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন শতাধিক শিক্ষার্থী। সেখান থেকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করেন। তবে, শিক্ষা উপদেষ্টা সচিবালয়ে নিজ দপ্তরে না থাকায় তার সঙ্গে দেখা হয়নি শিক্ষার্থীদের। এরমধ্যেই বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এতে পুলিশ ও শিক্ষার্থী বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জসহ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সরেজমিন দেখা যায়, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে গতকাল দুপুর আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। সেখানে আধাঘণ্টা অবস্থান কর্মসূচির পরে শিক্ষা ভবনের দিকে যান শিক্ষার্থীরা। এরপর বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে আব্দুল গনি রোডে অবস্থান নেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি নিয়ে সচিবালয়ের সামনে আসেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কিছুক্ষণ সেখানে বিক্ষোভ করার পর তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিল। তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তাদের বাধা দিয়েছে। বিকাল ৪টার দিকে সেখান থেকে তারা চলে যান। তিনি আরো বলেন, সচিবালয়ের ভেতরে ঢুকে তারা দরজা জানালা ভাঙচুরের চেষ্টা করেছিল। পরে আমরা তাদের সরিয়ে দেই। ঘটনাস্থলে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার কথা জানিয়ে প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, পৌনে ৩টার দিকে হঠাৎ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে কিছু শিক্ষার্থী উল্টা পুলিশের দিকে ঢিল মারছিল। পরে পুলিশ লাঠিচার্জ করলে ও ফাঁকা গুলি ছুড়লে ছাত্ররা সচিবালয়ের সামনে থেকে চলে যায়।

শিক্ষার্থীদের একজন বলেন, গতকাল বিকাল ৪টার দিকে আমাদের তিনজন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি জানাতে ভেতরে যান। আর আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিলে পুলিশ দাঁড়াতে দেয়নি। সেখানে কয়েকজন পুলিশ সদস্যের আহত তথ্য দিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নজরুল ইসলাম বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির কিছু দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। তাদের চারজন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয় যান। উপদেষ্টা মহোদয় না থাকায় তার সঙ্গে দেখা হয়নি।

তিনি বলেন, শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমানসহ কয়েকজন আহত হন। বিষয়টি নিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফফাত জাহান কিছু বলতে চাননি। পরে জানাবেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত মাসের শেষের দিকেও ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক শুভময় দত্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত