ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দুই কলেজছাত্রসহ তিন জেলায় সড়কে নিহত চার

দুই কলেজছাত্রসহ তিন জেলায় সড়কে নিহত চার

দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২০) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি (২০)। মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আকুবপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রফরফ পরিবহনের বাসটি আকুবপুর চটকাতলা এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে বামন্দিতে যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সিয়াম ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া নেয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বাসচালক ও সহকারীরা বাস ফেলে পালিয়ে যায়। নিহত সিয়ামের চাচা মন্টু আলী জানান, সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি দুজন কুষ্টিয়ায় একটি কলেজে পড়ালেখা করে। দুজনই এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। গাংনী থানার বাণী ইসরাইল জানান, স্থানীয়রা বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে দিয়েছে। একই উপজেলার ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছ তার খালাতো ভাই খোকন (২৩)। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেলযোগে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছুলে দ্রুতগামী একটি সবজিবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত খোকনকে বামন্দির একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

সিরাজগঞ্জ : সলংগা থানার ধোপাকান্দি নামক স্থানে বাস ও মটোরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুমন মিয়া (২৫) নিহত হয়েছেন। তিনি গাজীপুর জেলা সদরের আকছেদ আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বগুড়া যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত