ডায়নোসরের চেয়েও পুরাতন এক গাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার বিস্ফোরণে সরাসরি আঘাতপ্রাপ্ত হওয়ার পরও এর অস্তিত্ব টিকে আছে। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ১৯৪৫ সালে যখন হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়, তখন মুহূর্তেই ২ মাইল এলাকায় ৭ হাজার ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উঠে গিয়েছিল। সকল প্রাণ বিনাশ হয়েছিল নিমিষেই। এমনকি ভবনগুলোও গলে যায়, ছাইয়ে মিলিয়ে যায় পুরো হিরোশিমা শহর। কিন্তু সেই বিস্ফোরণ থেকেও বেঁচে ফিরেছে ছয়টি গিংকো বিলোবা গাছ। বিস্ফোরণস্থল থেকে প্রায় এক মাইল ?দূরে থাকলেও তা নিঃশেষ হয়ে যায়নি। গাছের সব পাতা ও কাণ্ড ঝড়ে পড়লেও কয়েক মাসের মধ্যেই আবার সেগুলো জেগে উঠে। জ্বীবাশ্ব জ্বালানি নামে পরিচিত এই গাছগুলো ইতিহাসের সাক্ষী। বরফ যুগ, ডায়নোসরদের বিলুপ্তিসহ পৃথিবীর প্রায় সবগুলো ?দুর্যোগেই টিকে গেছে এই গাছ। এদের বয়স ২৯ কোটি বছর। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, পৃথিবীতে গণবিলুপ্তির আগেও এটি পৃথিবীতে ছিল। সেই বিলুপ্তিতে সমুদ্রের ৯৬ শতাংশ ও স্থলে ৭৫ শতাংশ প্রাণের বিলুপ্তি ঘটলেও এই গাছ টিকে যায়।