রাজনৈতিক অস্থিতিশীলতা
মোজাম্বিকে আর্থিক ক্ষতির মুখে ৫ হাজার বাংলাদেশি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মোজাম্বিকের রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশটিতে বসবাসরত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি আর্থিক এবং মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে কিছু সংখ্যক প্রবাসী তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠাতে চায়। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। মুখপাত্র জানান, মোজাম্বিকে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভকারীদের তাণ্ডবে ইতোমধ্যে প্রায় ৩০০-৫০০ বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় অনেক বাংলাদেশি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি জানান, মাপুটো, নাম্পুলা এবং জাম্বেজিয়া প্রদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বেশিরভাগই গ্রোসারি দোকান পরিচালনা করেন। রফিকুল আলম বলেন, বাংলাদেশ দূতাবাস, লিসবন, মোজাম্বিকের সমবর্তী দায়িত্বে রয়েছে এবং মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটির নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মোজাম্বিকে বাংলাদেশি কমিউনিটির সুরক্ষার জন্য লিসবনে অবস্থিত মোজাম্বিক দূতাবাসের মাধ্যমে মোজাম্বিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে দূতাবাস অনুরোধ করেছে। মাপুটোতে অবস্থানরত বাংলাদেশি অনারারি কনসাল ও মোজাম্বিকের বাংলাদেশি কমিউনিটির আহ্বায়কের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য গ্রহণ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অল্প কিছু প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। এর সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, যোগ করেন মুখপাত্র। মুখপাত্র জানান, উদ্ভূত পরিস্থিতিতে ভৌগোলিক সন্নিকটতার কারণে প্রিটোরিয়াতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশনা দেয়া হয়েছে মালাউয়ের ব্লানটাইরি শহরে গিয়ে দেশে ফিরতে আগ্রহীদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা দেয়ার জন্য। বাংলাদেশ হাইকমিশনও মাপুটোর কাছে একটি অধিকতর নিরাপদ স্থান থেকে কন্সুলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।