সুসংবাদ প্রতিদিন
বারি ১৪ জাতের সরিষা চাষে সফলতা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাজী শাহ্ আলম, হাতীবান্ধা (লালমনিরহাট)
লালমনিরহাটের হাতীবান্ধায় শীতের সকালে কুয়াশাচ্ছন্ন হলদে ফুলের মনমাতানো মৌ-মৌ গন্ধ আর অপরূপ দৃশ্য আকৃষ্ট করে যে কাউকে। জেলার তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সরজমিনে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। চলতি মৌসুমে সরিষার রোগবালাই তেমন নেই বললেই চলে। চারদিকে হলুদের সমারোহ, মাঠের দিকে তাকাতেই চক্ষু জুড়িয়ে যায়। যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলে। অধিকাংশ সরিষাক্ষেতে ফুল ফুটেছে। সুন্দর বীজও আসতে শুরু করেছে। ফুলে মধু আহরণে ভিড় করছে মৌমাছি। অপরূপ এ দৃশ্য দেখে কৃষকরা যেন তাদের খেতে রাশি রাশি সোনা ছড়িয়ে রেখেছে। সরিষার একটি লাভজনক ফসল। সঠিক পরিকল্পনায় চাষাবাদ করলে প্রতি বিঘা জমিতে পাঁচণ্ডছয় মণ পর্যন্ত ফলন হয় এবং এক জমিতে বছরে তিন ফসল ফলানো যায়। একই ভাবে কৃষকও লাভবান হয়। ভোজ্য তেলের চাহিদা পূরণের জন্য সরিষার আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন কৃষি বিভাগ। দক্ষিণ গড্ডিমারী গ্রামের সরিষা চাষি আহম্মদ আলী জানান, কৃষি অফিসের সহায়তায় এ বছর তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয়েছে তিন হাজার টাকা। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। অনুকূল আবহাওয়া থাকলে এবার সরিষার বাম্পার ফলন হওয়া সম্ভাবনা রয়েছে। প্রতি বিঘা জমিতে পাঁচণ্ডছয় মণ পর্যন্ত সরিষার ফলন হয়। আশা করছি, প্রতি বিঘায় সরিষা ১০ হাজার টাকা বিক্রি করতে পারা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডালিম কুমার সরকার বলেন, গত বছরের তুলনায় এবারে বারি-১৪ জাতের সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করা যাচ্ছে। আমাদের কৃষি বিভাগ সবসময় কৃষককে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, সরিষা একটি লাভজনক ফসল হওয়ায় গত বছরের তুলনায় এবার আবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সার, বীজ বিতরণ করছি। মাঠপর্যায়ে কৃষদের পরামর্শ দিয়ে আসছি।