তিন নারী শ্রমিকসহ চার জেলায় সড়কে নিহত ছয়
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী শ্রমিক। গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
হবিগঞ্জ : মাধবপুরে নাম পরিচয়হীন গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মী আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)। মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি ব্যাটারিচালিত টমটমে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশার ভেতর নাম পরিচয়হীন একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে তিন নারী প্রাণ হারান। নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন বলেও জানান তিনি।
কুষ্টিয়া : গড়াই সেতুর (সৈয়দ মাসুদ রুমী সেতু) টোল প্লাজার কাছে ড্রাম ট্রাক ও ভ্যানের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় রাজু আহমেদ (২৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গড়াই সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে উত্তর কয়া গ্রামের মাসুদ আলীর ছেলে এবং আহতদের বাড়িও একই এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
কক্সবাজার : রাস্তা পারাপারের সময় চকরিয়ায় হানিফ বাসের ধাক্কায় দেব কুমার ধর (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। গতকাল বেলা ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেব কুমার ধর চকরিয়ার উপজেলার হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ধরপাড়া এলাকার বজন্দ্র কুমারের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় হঠাৎ কক্সবাজার গামী একটি হানিফ বাস এসে লোকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক আরিফুল আমিন বলেন, নিহতের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নাটোর : নলডাঙ্গায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত ট্রলি চালক মো. রাজিব হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছে। নিহত রাজিব হোসেন একই উপজেলার তেলকুপি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এর আগে ওইদিন সকালে একটি যাত্রীবাহী বাস ও ইট ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক রাজিব হোসেন ও তার সহকারী আশরাফ আলী গুরুতর আহত হয়।