সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। গতকাল রাজধানীতে সড়কে শৃঙ্খলা আনতে গণপরিবহনের চালক ও সহকারীদের নিয়ে ‘সচেতনতামূলক আলোচনা সভায়’ তিনি এ সহযোগিতা কামনা করেন। গুলিস্তানের আহাদ পুলিশ বক্স সংলগ্ন ফাঁকা জায়গায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়কের শৃঙ্খলা, যানজট নিরসন, নিরাপদ যাতায়াত, যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধপরিকর। আমরা সংগঠনটির দায়িত্ব নেয়ার পর থেকে নগরে যানজট কমাতে কাজ করছি। তবে এ সমস্যা সমাধান মালিকদের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য গণপরিবহন মালিক, চালক, সহকারী এবং সংশ্লিষ্ট সবার সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। আমাদের আজকের এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের মধ্যে আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং তাদের সচেতন করা অত্যন্ত জরুরি। সবাই মিলে কাজ করলে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক কাজী জুবায়ের মাসুদের সঞ্চালনায় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগ উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার আবু সুফিয়ান, মতিঝিল ও ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার দেওয়ান মো. জালাল উদ্দিন, রমনা জোনের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।