গণহত্যার দায়ে সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর চানখাঁরপুলে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় গ্রেফতার দেখিয়ে এপিবিএন সদস্য কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তায় সুজন হোসেনকে ট্রাইব্যুনালে নেয়া হয়। গত বছরের ৫ আগস্ট সকালে রাজধানীর চানখাঁরপুলে সুজন হোসেনকে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে। পরে এই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ১ জানুয়ারি
মানবতাবিরোধী অপরাধ মামলায় এপিবিএন সদস্য সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী ২৩ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রয়েছে।