ঢাকা ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিরতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  কর্মসূচিকে কেন্দ্র করে অস্থিরতা

পিরোজপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্রের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কা-ধাক্কি, পাল্টা-পাল্টি স্লোগানের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে দুই গ্রুপের লিফলেট বিতরণ শেষে এ ঘটনা ঘটে। নেতৃবৃন্দরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এক সঙ্গে জনসংযোগ কর্মসূচি পালন করা হচ্ছে সারা দেশে। এ ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অংশের মুছাব্বির আহম্মেদ সানি অপরপক্ষের মো. মইনের নেতৃত্বে কর্মসূচি পালনে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনা নিয়নন্ত্রণে আনে। জানতে চাইলে, সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মো. মুছাব্বির আহম্মেদ সানি বলেন, জুলাই ঘোষণাপত্রের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ৭ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আমাদের সাথে আসেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এক সাথে জেলায় একত্রিত হয়েছি এ লিফলেট বিতরণ করার জন্য। শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ করতে করতে শহরে ঘুরে টাউনক্লাব মাঠে গেলে অপরপক্ষের মইন ছাত্র আন্দোলের নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কার্যক্রম জেলা সদরের ৭ থেকে ৮ জন মিলে এ ঝামেলা করছে। লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, জাভেদ হাসান, শাহনেওয়াজ অভি, আফরোজা আক্তার, রেদোয়ান রিয়াজ, আসমা আক্তার, মালিহা জামান, সিকদার নোমান, লুলু আল মারজান ও জামান ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপক্ষের অভিযোগ, যারা আন্দলনে ছিল না এবং ছাত্রলীগের পদধারীদের নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে অপরপক্ষ। অপরপক্ষের অভিযোগ, ছাত্র আন্দোলের নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কার্যক্রম করছিল ওই পক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত