বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গত শনিবার সংঘর্ষের পর বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া হবে। গতকাল রোববার দুপুরে শিবগঞ্জের চৌকা সীমান্ত পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, ‘বিএসএফের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করে।’ তিনি আরো জানান, এই বিষয়ে বিজিবির মহাপরিচালককে বিস্তারিত জানানো হয়েছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি শনিবার সকাল ৭টার দিকে চৌকা সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শূন্যরেখার কাছে গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে ধীরে ধীরে কয়েকশ’ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যা পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে। লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, ‘বিজিবি এবং বিএসএফের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং বিজিবি সীমান্তে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না।’ এদিকে, চৌকা সীমান্ত এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এলাকার নাগরিকদের সীমান্তের কাছাকাছি যেতে বাধা দেয়া হচ্ছে। বিজিবি ও বিএসএফ পরিস্থিতি শান্ত করতে কাজ করছে, তবে সীমান্তে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

আগের দিন ৫ জানুয়ারি, বিএসএফের বেড়া নির্মাণকে কেন্দ্র করে একই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সে সময় বিজিবির বাধার মুখে বিএসএফ পিছু হটে, কিন্তু সীমান্তের পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। এ ঘটনা সম্পর্কে আরো আলোচনা ও সমাধানের জন্য উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আশা করা হচ্ছে যে, শিগগিরই এটি সমাধান হবে।