বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. রিয়াজের বাড়িতে গিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বরিশালের হিজলাতে BRWTP-1 প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন-লঞ্চঘাট নির্মাণ কার্যক্রম পরিদর্শন শেষে শহীদ রিয়াজের গ্রামের বাড়িতে যান নৌপরিবহন উপদেষ্টা। এসময় নিহতের পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সান্ত¡না দেন উপদেষ্টা। এসময় তিনি রিয়াজের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। উপদেষ্টা রিয়াজের কবর জিয়ারত করেন ও তার আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন। এর পূর্বে ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত জাতীয় বীর শহীদ রিয়াজের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রিয়াজের নামে বরিশালের হিজলায় একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। রোববার সকালে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষের চর লঞ্চ ঘাটে ওই পন্টুন উদ্বোধন করেন তিনি। এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, বরিশাল নৌপুলিশ সুপার এসএম নাজমুল হক, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির হোসেন প্রমুখ।