মিডিয়ার চোখে র‌্যাব ও জনপ্রত্যাশা সম্পর্কে মতবিনিময়

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

র‌্যাব ফোর্সেসে কর্মরত সব পদবীর কর্মকর্তাদের নাগরিক, মিডিয়ার চোখে র‌্যাব ও জনপ্রত্যাশা এবং করণীয় সম্পর্কে অধিকতর ধারণা প্রদানের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এলিট হলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালকরা, র‌্যাব সদর দপ্তরের সব পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়করা এবং কর্মকর্তারাসহ ৬০ জনের অধিক কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। এছাড়াও ভিটিসির মাধ্যমে র‌্যাবের ব্যাটালিয়নসমূহের সব কর্মকর্তারা মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নূরুল কবীর বলেন, র‌্যাব পূর্বে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে অনেক ভালো কাজ করেছে। তিনি বলেন, জনমনে আতঙ্ক দূর করে আস্থার জায়গায় পৌঁছাতে হলে শুধু বাহ্যিক কাঠামোতে নয়, র‌্যাবের অফিসারদের মননশীলতায় মানবিকতার চর্চা, আইনের প্রতি শ্রদ্ধা ও জনগণের নিকট দায়বদ্ধতাকে লালন করতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন যা র‌্যাব ফোর্সেসের দৈনন্দিন কার্যাবলির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। উল্লেখ্য, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, ডাকাতি, ছিনতাইকারী ও অপহরণসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‌্যাব ফোর্সেসের সদস্যরা দায়িত্ব পালনকালীন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় র‌্যাব সদস্যদের ক্যাপাসিটি বিল্ডিং/সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও র‌্যাব ফোর্সেস সব পর্যায়ের সদস্যদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ পদ্ধতিও প্রণয়ন করছে। পাশাপাশি র‌্যাব ফোর্সেসের সদস্যদের মানবাধিকার বিষয়ে সংবেদনশীল হয়ে কার্যক্রম পরিচালনা করতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বনামধন্য সংস্থার মাধ্যমে তাদের মানবাধিকার এবং জনপ্রত্যাশা পূরণে করণীয় বিষয়ে আধুনিক প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।