ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গণঅভ্যুত্থানে আহতদের চোখের সেবা দেবেন বিদেশি চিকিৎসকরা

গণঅভ্যুত্থানে আহতদের চোখের সেবা দেবেন বিদেশি চিকিৎসকরা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সেবা দেবেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালসহ তিন হাসপাতালের বিদেশি চিকিৎসকরা। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও বাংলাদেশ আই হসপিটালে এ সেবা দেয়া হবে। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আগত বিশেষজ্ঞরা রেটিনা, কর্ণিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জন সেবা দান করবেন। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে তারা এ সেবা দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত