জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আমাদের সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকতে হয়েছে। যখনই সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙেছি। আমরা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি। গত শনিবার দিনগত গভীর রাতে পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইয়ুথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সারজিস আলম আরো বলেন, ‘গুজবলীগ গুজব ছড়াবে। হাজার কোটি টাকা পাচার করে মুখে চুন-কালি মেখে যখন আপনাদের সামনে দাঁড়াতে পারে না, তখন কাঁটাতারের ওপার থেকে প্রপাগাণ্ডা ছড়ায়। তাদের জননী এবং তাদের কোনো সন্তানকে বাংলাদেশে আমরা আর প্রশ্রয় দেবো না।’ কনসার্টে নগর বাউল জেমসসহ স্থানীয় ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্য রাখেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।