হজযাত্রাকে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রতি বছরের ন্যায় এবারও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ লক্ষ্যে বিভিন্ন রুটে যাত্রী চাহিদা বিবেচনায় ফ্লাইট সংখ্যা কিছুটা কমানো-বাড়ানো এবং এয়ারক্র্যাফট পরিবর্তন ও সমন্বয় সাধনের মাধ্যমে হজ ফ্লাইটসমূহ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ও ফিরতি রুটের ফ্লাইট আগামী পহেলা মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমান জানায়, হজ ফ্লাইট শেষে আগামী ১১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। আগামী ১১ জুলাইয়ের পর এই রুটের টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে। যারা আগামী পহেলা মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকিট কিনেছেন তারা কোনো খরচ ছাড়াই টাকা ফেরত নিতে পারবেন অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয়। সেইসঙ্গে, যাত্রীরা চাইলে তাদের যাত্রার রুটটি ঢাকা-সিলেট-ম্যানচেস্টারের পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে বিনা খরচে পরিবর্তন করতে পারবেন। একইভাবে ফিরতি রুটের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।